Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

মুরাদনগরউপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান গত দিক থেকে ১৪ নং নবীপুরপূর্ব ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। মুরাদনগর  উপজেলায়সদরের নিকটে অবস্থিত। এই ইউনিয়নকে ঘিরে রয়েছে দেবিদ্ধার , ব্রাহ্মনপাড়া,নবীনগর, উপজেলা।এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশেরঅন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটাবৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্যভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎভাষা সহজীকরণের প্রবণতারয়েছে।আঞ্চলিক ভাষার সাথেসন্নিহিত ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকার ভাষার অনেকটাসাযুজ্য রয়েছে।গতিপ্রকৃতি ইউনিয়নের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপকপ্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।উল্লেখ্য  যে আমাদের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শ্বশুর বাড়ী মুরাদনগর উপজেলাধীনদৌলুতপুর গ্রামে। এই গ্রামে প্রতিবছর যথাযত মর্যাদায় তাহার জন্মদিন ওমৃত্যুবার্ষিকী পালন করা হয়।